রাজস্ব আদায়ে গতি আনতে কুয়াকাটা পৌরসভার কর মেলা

- আপডেটের সময় : ১০:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ৫৮৬
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় বকেয়া করের পরিমাণ কোটি টাকারও বেশি হওয়ায় রাজস্ব আদায়ে গতি আনতে শুরু হয়েছে “কর মেলা-২০২৫”।
রোববার (১২ অক্টোবর) সকালে একটি র্যালি ও আলোচনা সভার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক ইয়াসীন সাদেক।
কুয়াকাটা পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার মোট বকেয়া করের পরিমাণ বর্তমানে ১ কোটি ১৩ লাখ ৭০ হাজার ৩৭৫ টাকা। চলতি অর্থবছরে কর আদায়ে বিশেষ পদক্ষেপ হিসেবে এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত চলবে এ মেলা, যেখানে করদাতাদের বকেয়া পরিশোধে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এম.এ. মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, কুয়াকাটা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ঘরামী, পৌর জামায়াতের সাবেক আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নানসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে নিয়মিত কর পরিশোধের কোনো বিকল্প নেই। কর সচেতনতা বাড়লে পৌরসভা আরও স্বয়ংসম্পূর্ণ ও টেকসই হবে।
পৌরসভার কর আদায়কারী নাজমুল হোসেন বলেন, ‘কর মেলায় করদাতারা সরাসরি তাদের কর পরিশোধ করতে পারছেন। এতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আশা করছি, এ উদ্যোগে রাজস্ব আদায়ে নতুন গতি আসবে।’
পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, ‘কুয়াকাটা পৌরসভার সেবা কার্যক্রম সচল রাখতে কর আদায় অত্যন্ত জরুরি। নাগরিকদের উচিত নিজেদের দায়িত্ববোধ থেকে কর পরিশোধ করা। এই মেলার মাধ্যমে করদাতাদের অংশগ্রহণ যেমন বাড়বে, তেমনি পৌরসভার রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।’
পৌরসভার পক্ষ থেকে আশা করা হচ্ছে, এ আয়কর মেলা কুয়াকাটায় রাজস্ব আদায়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।