ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কোটি টাকার সরকারি কাজে সাবেক মেয়র লিটনের চাচাতো ভাইয়ের অংশগ্রহণ

নিউজ রুম
  • আপডেটের সময় : ০১:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৪৬

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ ও চাচাতো ভাই, হোটেল ডালাসের মালিক এ বি এম হাবিবুল্লাহ ডলার আবারও কোটি টাকার সরকারি কাজে অংশ নিয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমল থেকে বিভিন্ন দপ্তরে এককভাবে কাজ পাওয়ার অভিযোগে সমালোচিত এ ব্যবসায়ী এখনও দাপটের সঙ্গে সরকারি অফিস-আদালতে চলাফেরা করছেন।

সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) একটি কোটি টাকার টেন্ডার প্যাকেজ প্রকাশ করে। আরডিএ/ওন ফান্ড/২০২৫-২৬/ডাব্লু-২ নামের এ টেন্ডারের বাজেট নির্ধারণ করা হয় ১,৪১,৭৭,৪৬৪ টাকা। নওদাপাড়া বাস টার্মিনালে টিকিট কাউন্টার নির্মাণের এ প্রকল্পে মোট নয়জন ঠিকাদার অনলাইনে অংশ নেন। এর মধ্যে অন্যতম অংশগ্রহণকারী ছিলেন হোটেল ডালাসের মালিক এ বি এম হাবিবুল্লাহ ডলার।

ডলার শুধু লিটনের চাচাতো ভাইই নন, তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষও ছিলেন। অভিযোগ রয়েছে, গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে তিনি মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনকে অর্থায়ন করেছিলেন। জুলাই অভ্যুত্থানের পরও তিনি আওয়ামী ঘনিষ্ঠ কর্মকর্তাদের যোগসাজশে টেন্ডার বাণিজ্যে সক্রিয় রয়েছেন।

আরডিএ-র অভ্যন্তরীণ সূত্র বলছে, কিছু প্রকৌশলী এখনো আওয়ামীপন্থী ঠিকাদারদের সুবিধা পাইয়ে দিতে কাজ করছেন। তাদের সহযোগিতায়ই এবারের টেন্ডারেও অংশ নেন ডলার। আওয়ামী আমলে তিনি দীর্ঘদিন এককভাবে আরডিএ-র কাজ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন এই টেন্ডারেও তাঁর অংশগ্রহণ নিয়ে ঠিকাদার মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এর আগে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের একটি কাজও ডলার হাতিয়ে নিয়েছিলেন। তবে স্থানীয় ঠিকাদারদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ তা প্রত্যাহার করতে বাধ্য হয়।

এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারেকের বক্তব্য পাওয়া যায়নি।



নিউজটি শেয়ার করুন








কোটি টাকার সরকারি কাজে সাবেক মেয়র লিটনের চাচাতো ভাইয়ের অংশগ্রহণ

আপডেটের সময় : ০১:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ ও চাচাতো ভাই, হোটেল ডালাসের মালিক এ বি এম হাবিবুল্লাহ ডলার আবারও কোটি টাকার সরকারি কাজে অংশ নিয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমল থেকে বিভিন্ন দপ্তরে এককভাবে কাজ পাওয়ার অভিযোগে সমালোচিত এ ব্যবসায়ী এখনও দাপটের সঙ্গে সরকারি অফিস-আদালতে চলাফেরা করছেন।

সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) একটি কোটি টাকার টেন্ডার প্যাকেজ প্রকাশ করে। আরডিএ/ওন ফান্ড/২০২৫-২৬/ডাব্লু-২ নামের এ টেন্ডারের বাজেট নির্ধারণ করা হয় ১,৪১,৭৭,৪৬৪ টাকা। নওদাপাড়া বাস টার্মিনালে টিকিট কাউন্টার নির্মাণের এ প্রকল্পে মোট নয়জন ঠিকাদার অনলাইনে অংশ নেন। এর মধ্যে অন্যতম অংশগ্রহণকারী ছিলেন হোটেল ডালাসের মালিক এ বি এম হাবিবুল্লাহ ডলার।

ডলার শুধু লিটনের চাচাতো ভাইই নন, তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষও ছিলেন। অভিযোগ রয়েছে, গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে তিনি মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনকে অর্থায়ন করেছিলেন। জুলাই অভ্যুত্থানের পরও তিনি আওয়ামী ঘনিষ্ঠ কর্মকর্তাদের যোগসাজশে টেন্ডার বাণিজ্যে সক্রিয় রয়েছেন।

আরডিএ-র অভ্যন্তরীণ সূত্র বলছে, কিছু প্রকৌশলী এখনো আওয়ামীপন্থী ঠিকাদারদের সুবিধা পাইয়ে দিতে কাজ করছেন। তাদের সহযোগিতায়ই এবারের টেন্ডারেও অংশ নেন ডলার। আওয়ামী আমলে তিনি দীর্ঘদিন এককভাবে আরডিএ-র কাজ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন এই টেন্ডারেও তাঁর অংশগ্রহণ নিয়ে ঠিকাদার মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এর আগে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের একটি কাজও ডলার হাতিয়ে নিয়েছিলেন। তবে স্থানীয় ঠিকাদারদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ তা প্রত্যাহার করতে বাধ্য হয়।

এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারেকের বক্তব্য পাওয়া যায়নি।