ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মীরসরাইয়ে লরির ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৬:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / ৫৮৯

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে লরির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে আলিফা আকতার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলেজ রোডের মুখে চট্টগ্রামমুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আলিফা হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা জহির উদ্দিনের মেয়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ইব্রাহিম জানান, কলেজ রোড সংলগ্ন মহাসড়কে প্রতিদিনই সিএনজি অটোরিকশাগুলো যাত্রী ওঠানামার জন্য দাঁড়িয়ে থাকে, যদিও সেখানে দাঁড়ানো নিষিদ্ধ। ঘটনার সময় একটি সিএনজি হঠাৎ করে ব্রেক কষে দাঁড়িয়ে গেলে পেছন থেকে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় মায়ের কোলে থাকা শিশু আলিফা ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে নিষিদ্ধ যানবাহনের চলাচল ও যাত্রী ওঠানামা দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে। এ বিষয়ে কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।



নিউজটি শেয়ার করুন








মীরসরাইয়ে লরির ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময় : ০৬:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে লরির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে আলিফা আকতার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলেজ রোডের মুখে চট্টগ্রামমুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আলিফা হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা জহির উদ্দিনের মেয়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ইব্রাহিম জানান, কলেজ রোড সংলগ্ন মহাসড়কে প্রতিদিনই সিএনজি অটোরিকশাগুলো যাত্রী ওঠানামার জন্য দাঁড়িয়ে থাকে, যদিও সেখানে দাঁড়ানো নিষিদ্ধ। ঘটনার সময় একটি সিএনজি হঠাৎ করে ব্রেক কষে দাঁড়িয়ে গেলে পেছন থেকে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় মায়ের কোলে থাকা শিশু আলিফা ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে নিষিদ্ধ যানবাহনের চলাচল ও যাত্রী ওঠানামা দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে। এ বিষয়ে কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।