ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুরির মামলা করায় সাংবাদিককে বাড়িওয়ালার হুমকি

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৪:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / ৬৫৫

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কদমতলীতে সাংবাদিকের বাসায় চুরির ঘটনায় মামলা করার পর বাড়িওয়ালার বিরুদ্ধে ভয়ভীতি ও অসৎ আচরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ‘দৈনিক নুরজাহান’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরজাহান নিজেই এসব অভিযোগ করেছেন।

তিনি জানান, গত ২৫ জুন ২০২৫ তারিখে দিনের বেলায় তার বাসায় চুরির ঘটনা ঘটে। পরে কদমতলী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তবে মামলা করার পর থেকেই বাড়িওয়ালা রাজু তার ওপর নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকেন।

নুরজাহান বলেন, ‘বাড়িওয়ালা রাজু ১০-১২ জন লোক নিয়ে এসে আমার ফ্ল্যাটের দরজায় জোরে ধাক্কা দেয়, দরজা খোলার জন্য হুমকি দেয় এবং একপর্যায়ে আমাকে গায়ে হাত তোলারও চেষ্টা করে। তারা অপ্রাসঙ্গিক ও অপমানজনক প্রশ্ন করে মানসিকভাবে আমাকে হেনস্তা করে।’

এ ঘটনায় সাংবাদিক নুরজাহান ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ সাংবাদিক মহল।



নিউজটি শেয়ার করুন








চুরির মামলা করায় সাংবাদিককে বাড়িওয়ালার হুমকি

আপডেটের সময় : ০৪:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কদমতলীতে সাংবাদিকের বাসায় চুরির ঘটনায় মামলা করার পর বাড়িওয়ালার বিরুদ্ধে ভয়ভীতি ও অসৎ আচরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ‘দৈনিক নুরজাহান’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরজাহান নিজেই এসব অভিযোগ করেছেন।

তিনি জানান, গত ২৫ জুন ২০২৫ তারিখে দিনের বেলায় তার বাসায় চুরির ঘটনা ঘটে। পরে কদমতলী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তবে মামলা করার পর থেকেই বাড়িওয়ালা রাজু তার ওপর নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকেন।

নুরজাহান বলেন, ‘বাড়িওয়ালা রাজু ১০-১২ জন লোক নিয়ে এসে আমার ফ্ল্যাটের দরজায় জোরে ধাক্কা দেয়, দরজা খোলার জন্য হুমকি দেয় এবং একপর্যায়ে আমাকে গায়ে হাত তোলারও চেষ্টা করে। তারা অপ্রাসঙ্গিক ও অপমানজনক প্রশ্ন করে মানসিকভাবে আমাকে হেনস্তা করে।’

এ ঘটনায় সাংবাদিক নুরজাহান ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ সাংবাদিক মহল।