আমতলী হাসপাতালের সাবেক আরএমও ডা. আব্দুল খালেক নিজাম আর নেই

মাইনুল ইসলাম রাজু
- আপডেটের সময় : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৭১১
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ডা. আব্দুল খালেক নিজাম (৭১) মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার সময় আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।
বিকেলে দু’দফা জানাযা শেষে মরহুমের লাশ আরপাঙ্গামিয়া ইউনিয়নের আরপাঙ্গাশিয়া গ্রামের নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।