আলীকদমে রোহিঙ্গা পাচারকালে চোরাকারবারি মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ রুম
- আপডেটের সময় : ০৭:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ৭৯০
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের আলীকদম থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে মাদক ব্যাবসায়ী ও চোরাকারবারি বান্দরবান জেলার আলীকদম থানার মোক্তার সর্দার পাড়া এলাকার ইউনুস এর পুত্র মো: জালাল উদ্দিন (২৮) কে ৮০ জন রোহিঙ্গা পাচারকালে আটক করেছে।
আটককৃত জালালের স্বীকারোক্তি মতে, আলীকদম খুইল্ল্যামিয়া পাড়াস্থ খুইল্ল্যা মাঝি’র ছেলে ইউনুস (৪২) ও ইলিয়াস (৩৮) এবং আনু মাঝি’র ছেলে নজরুল (৩৫) নির্দেশে সে এই কাজ করেছে।
আলী কদম থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা গোপন সূত্রে খবর পায় আলীকদম বাসস্ট্যান্ডে কিছু রোহিঙ্গা ও মাদক পাচার হচ্ছে।সেই ভিত্তিতে আনুমানিক আজ সকাল ১০টায় অভিযান পরিচালনা করে ৮০ রোহিঙ্গা সহ আসামিদের আটক করি।তাদের বিরুদ্ধে মামলা দেওয়া প্রস্তুতি চলছে।এই অভিযানে উপজেলা প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগীতা করেছে।