ডোমারে মাদক সেবনকালে ৩ মাদকসেবী আটক

- আপডেটের সময় : ০৪:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ৬৪২
সঞ্জয় দাস,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মাদক সেবনকালে ৩ জন মাদকসেবীকে আটক করেছে ডোমার থানা পুলিশ।
মঙ্গলবার (৮নভেম্বর) মাদক ও জুয়া বিরোধী অভিযান কালে ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ
করিমের নেতৃত্বে এসআই আনিছুজ্জামান ও সঙ্গীয় ফোর্স রাত ১.৩০ ঘটিকায় বোড়াগাড়ী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুকপুর এলাকার বাবুল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৪), একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে হাফিজুল ইসলাম (৩০) ও মটুকপুর মাস্টার পাড়া এলাকার সোহেল রানা (২৮)।
ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম আটকের বিষয়টি নিশ্চিক করে জানান, মাদক সেবক কালে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশি আইনে ৩৪ ধারা মোতাবে মামলা দায়ের করে বুধবার দুপুরে আসামীদের নীলফামারী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। সন্ত্রাস, মাদক, জুয়া, ইফটিজিং প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।