ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বদলগাছীতে আদিবাসীদের বাড়িতে জমজমাট মাদকের ব্যবসা

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৫:৫১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • / ৬৪২

বুলবুল আহম্মেদ ( বুলু), নওগাঁ (বদলগাছী) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার ২ নং মথুরাপুর ইউনিয়নের চকবিনি গ্রামের সাগরপুর সংলগ্ন শ্রী আত্মিক কার্তিক ও সাগরপুর গোয়াল পাড়ার শ্রী দুলাল এবং মিঠাপুর ইউনিয়নের জগপাড়া তাজপুর বাটাার মোড়ের শ্রী সুবাস প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মথুরাপুর ইউনিয়নের আদীবাসিরা প্রতিনিয়ত এই মাদক ব্যবসা করে থাকে, এদের এই মাদক ব্যবসা এক ধরনের বিশেষ পেশা হয়ে গেছে। তারা এই মাদক ব্যবসা কে প্রতিদিনের একটি রোজগার বলে মনে করে থাকে। এই মাদক ব্যবসায়ীরা হাজার হাজার মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। হাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন সমাজের কাছে লাঞ্চিত হচ্ছে শুধু মাদক ব্যবসায়ীদের কারণে । এবং হাজার হাজার যুবসমাজ ধ্বংসের মুখে পরিনত হচ্ছে অনেক ছেলেদের ছাত্রজীবন নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই মাদক ব্যবসায়ীদের জন্য। স্থানীয়রা জানায় আমরা এই মাদক ব্যবসা র বিরুদ্ধে কোন কথা বলেও আজো কোন মাদক ব্যবসায়ীদের পরিবর্তন পাইনাই। এদের কে অতি তারাতাড়ি উচ্ছেদ করা দরকার যাতে কখনো এই মাদক ব্যবসায়ীদের কারনে কোনো ছাত্রজীবন ও যুব সমাজ নষ্ট না হয়। কখনো কোনো পরিবারকে অনাহারে দিন কাটাতে না হয় সমাজের কাছে লাঞ্চিত না হতে হয়। এ বিষয়ে এলাকাবাসী জানায় আমরা এই মাদক এর পক্ষে নয়।কারন প্রতিনিয়ত এই মাদক সেবন করে রাস্তায় পরে থাকে ও বিভিন্ন দোকানে প্রসাব করে মাতাল অবস্থায়। এই অবৈধ মাদক ব্যবসায়ী ও মাদক এর সাথে যাহারা জড়িত তাহারা যে দলের ই দাপট দেখাক না কেন,। এলাকার সচেতন ব্যক্তি দাবি বদলগাছী সকল প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষন করছি আমরা তদন্ত সাপেক্ষে মাদকের সাথে যাহারা জরিত আইনগত ব্যবস্থা নিয়ে এই মাদক ব্যবসায়ী উচ্ছেদ করা হউক।



নিউজটি শেয়ার করুন








বদলগাছীতে আদিবাসীদের বাড়িতে জমজমাট মাদকের ব্যবসা

আপডেটের সময় : ০৫:৫১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২

বুলবুল আহম্মেদ ( বুলু), নওগাঁ (বদলগাছী) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার ২ নং মথুরাপুর ইউনিয়নের চকবিনি গ্রামের সাগরপুর সংলগ্ন শ্রী আত্মিক কার্তিক ও সাগরপুর গোয়াল পাড়ার শ্রী দুলাল এবং মিঠাপুর ইউনিয়নের জগপাড়া তাজপুর বাটাার মোড়ের শ্রী সুবাস প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মথুরাপুর ইউনিয়নের আদীবাসিরা প্রতিনিয়ত এই মাদক ব্যবসা করে থাকে, এদের এই মাদক ব্যবসা এক ধরনের বিশেষ পেশা হয়ে গেছে। তারা এই মাদক ব্যবসা কে প্রতিদিনের একটি রোজগার বলে মনে করে থাকে। এই মাদক ব্যবসায়ীরা হাজার হাজার মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। হাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন সমাজের কাছে লাঞ্চিত হচ্ছে শুধু মাদক ব্যবসায়ীদের কারণে । এবং হাজার হাজার যুবসমাজ ধ্বংসের মুখে পরিনত হচ্ছে অনেক ছেলেদের ছাত্রজীবন নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই মাদক ব্যবসায়ীদের জন্য। স্থানীয়রা জানায় আমরা এই মাদক ব্যবসা র বিরুদ্ধে কোন কথা বলেও আজো কোন মাদক ব্যবসায়ীদের পরিবর্তন পাইনাই। এদের কে অতি তারাতাড়ি উচ্ছেদ করা দরকার যাতে কখনো এই মাদক ব্যবসায়ীদের কারনে কোনো ছাত্রজীবন ও যুব সমাজ নষ্ট না হয়। কখনো কোনো পরিবারকে অনাহারে দিন কাটাতে না হয় সমাজের কাছে লাঞ্চিত না হতে হয়। এ বিষয়ে এলাকাবাসী জানায় আমরা এই মাদক এর পক্ষে নয়।কারন প্রতিনিয়ত এই মাদক সেবন করে রাস্তায় পরে থাকে ও বিভিন্ন দোকানে প্রসাব করে মাতাল অবস্থায়। এই অবৈধ মাদক ব্যবসায়ী ও মাদক এর সাথে যাহারা জড়িত তাহারা যে দলের ই দাপট দেখাক না কেন,। এলাকার সচেতন ব্যক্তি দাবি বদলগাছী সকল প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষন করছি আমরা তদন্ত সাপেক্ষে মাদকের সাথে যাহারা জরিত আইনগত ব্যবস্থা নিয়ে এই মাদক ব্যবসায়ী উচ্ছেদ করা হউক।