কলাপাড়ায় সাংবাদিক মিন্টু’র মায়ের মৃত্যুতে সাংবাদিক ফোরামের শোক প্রকাশ
- আপডেটের সময় : ০৫:০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ৬২৬
কলাপাড়া উপজেলা প্রতিনিধি : কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সমকাল পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এস এম মোশারফ হোসেন মিন্টু’র মা মোসাম্মৎ পানোয়ারা বেগম মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলাপাড়া সাংবাদিক ফোরাম এর নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন কলাপাড়া সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি মো. নুরুল আমিন, সাবেক সভাপতি মো: আসাদুজ্জামান ইউসুফ, সহ সভাপতি মো: আবুল হাসনাত রিমন সিকদার, এডভোকেট জেড এম কাওছার, সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফখরুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো: জুলহাস মোল্লা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন আল আতিক, দপ্তর সম্পাদক মো: রাসেল মাহমুদ, অর্থ সম্পাদক এস এম ইলিয়াস জাভেদ, কার্য্যকরী সদস্য মো: খাইরুল আমিন তালুকদার, সদস্য জসিম উদ্দিন মানিক, স্বজল বিশ্বাস, মাহতাব হোসেন হাওলাদার, মো. জাহিদ তালুকদার, ফিরোজ তালুকদার প্রমূখ।
উল্লেখ, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু’র মা মোসাম্মৎ পানোয়ারা বেগম (৮১) ঢাকায় চিকিৎসাধীনকালে বুধবার দিবাগত রাত সাড়ে দশটায় ইন্তেকাল করেন। তিনি তিন ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।























