ফিরে এসো আঠারোতে : এন এ রিমা

নিউজ রুম
- আপডেটের সময় : ১২:৪৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ৬৯৯
ফিরে এসো আঠারোতে
এন এ রিমা
ফিরে এসো আবারো সেই আঠারোতে
হে মধ্যবয়স্ক, প্রবীণ নর-নারীগণ।
যে আঠারোতে করেছিলে তীব্র ঝড়ের মতো অন্যায়-অত্যাচারের প্রতিবাদ
ভুলে গিয়েছিলে যে আঠারোতে মানুষে মানুষে ভেদাভেদ।
ফিরে আসো আবারো সেই দুর্বার আঠারো বছর বয়সে
যে আঠারোতে সাহস ধরা দিয়েছিলো ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দিতে।
যে আঠারোতে পিছনে যায়নি পা, সংগ্রামী চেতনার শপথ নিতে
যে আঠারোতে বিলিয়ে দিয়েছিলে নিজের জীবন, অন্যের দুঃখ-কষ্ট, যন্ত্রণাতে।
মিনতি করি হে সম্মানিত প্রবীণ, ফিরে এসো আবারো সেই তরতাজা আঠারোতে
মুমূর্ষু প্রাণকে সাহস দিয়ে জাগিয়ে তুলতে ফিরে এসো হে প্রবীণ আঠারোতে।
মন্ত্র দিয়ে ঘুম থেকে জাগিয়ে তুলো হে প্রবীণ তরুণ সমাজকে
শিখিয়ে দাও তাদের, কেমনে চিনে নিবে বাস্তবতাকে, সাহসের বীজ রোপণ করে দাও সম্মানিত প্রবীণ তরুণ সমাজের বুকে।