কলাপাড়া থানার ওসি’র সাথে কলাপাড়া সাংবাদিক ফোরামের শুভেচ্ছা বিনিময়

- আপডেটের সময় : ০৪:৩৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ৭২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম-এর সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে কলাপাড়া সাংবাদিক ফোরামের নব-নির্বাচিত কমিটি।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাংবাদিক ফোরামের নব-নির্বাচিত কমিটির সভাপতি নুরুল আমিন, সহ-সভাপতি জেড এম কাওছার, সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফকরুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জুলহাস মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইনুদ্দিন আল আতিক, অর্থ সম্পাদক এস এম ইলিয়াস জাবেদ, সদস্য মোঃ আসাদুজ্জামান ইউসুফ ও খাইরুল তালুকদার।
এসময় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, ‘সাংবাদিকদের কারো বিরুদ্ধে অভিযোগ পেলেই সঠিক তথ্য না জেনে নিউজ করে কাউকে হয়রানি করা উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘অভিযোগ তদন্ত করে এর সত্যতা যাচাই করা যেমন পুলিশের দায়িত্ব, তেমনি আপনাদেরও দায়িত্ব। আপনাদের কাছে যদি কেউ অভিযোগ ও সংবাদ সম্মেলন করে কারো বিরুদ্ধে অভিযোগ করে তবে তার সত্যতা যাচাই করে নিউজ করার জন্য আহ্বান রইলো।’
এসময় তিনি কলাপাড়া সাংবাদিক ফোরামের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।