কলাপাড়ায় লকডাউনের ৯ম দিনে ১১ জনকে অর্থদণ্ড

নিউজ রুম
- আপডেটের সময় : ১১:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ৭০৩
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে।
শুক্রবার কলাপাড়া পৌর শহরের চৌরাস্তা এবং নুতন বাসস্ট্যান্ড এলাকায় এ মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।
মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডল সাংবাদিকদের জানান, সরকার ঘোষিত লকডাউন না মানায় তাদের এ অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।