কলাপাড়ায় ৬ হাজার মিটার অবৈধ বেহুন্দী জাল উদ্ধার

নিউজ রুম
- আপডেটের সময় : ১১:২৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ৭১৪
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ৬ হাজার মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর রাবনাবাদ নদী মেহানায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা। তবে জাল জব্দ করার সময় কোনো জেলেকে আটক করতে পারেনি পুলিশ।
পরে রাতেই এসব জাল কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে বালিয়াতলী সেতু সংলগ্ন এলাকায় পুড়িয়ে ফেলা হয়।
পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞাকালীন সময়ে অবৈধভাবে মাছ ধরা জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।