কলাপাড়া সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি নুরুল সম্পাদক আলমগীর

- আপডেটের সময় : ০২:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ৬৪৪
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥ কলাপাড়া সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী ২ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ নুরুল আমিন (দৈনিক দখিনের সময়) সভাপতি ও এস এম আলমগীর হোসেন (দৈনিক আমাদের কন্ঠ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামের মুজিবকিল্লায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ আসাদুর রহমান, চাকামইয়া ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ফকির ও প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি মোঃ বেল্লাল হাওলাদার।
অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, সাবেক সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোহসিন পারভেজ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, সাধারণ সম্পাদক সুজন মৃধা, মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক চঞ্চল সাহা, সাংবাদিক এ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, সাংবাদিক মিলন কর্মকার রাজু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এস এম হারুন-অর রশিদ মুক্তা, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, আল হেরা ব্লক হাউজ’র ব্যবস্থাপনা পরিচালক রেদওয়ানুল হক, দৈনিক মুক্ত খবর পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি কেএম মনিরুজ্জামান ও মোঃ তানিম হোসেন প্রমুখ।
নবগঠিত কার্যকরী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট জেড এম কাওসার (দৈনিক আইন বার্তা) ও মোঃ আবুল হাসনাত রিমন সিকদার (দৈনিক ভোরের অঙ্গীকার), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম (দৈনিক সূর্যোদয়), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জুলহাস মোল্লা (দৈনিক বরিশাল সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইনুদ্দিন আল আতিক (দৈনিক দেশজগত), দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ (ধ্রুববাণী), অর্থ সম্পাদক এস এম ইলিয়াস জাবেদ (দৈনিক দিন প্রতিদিন), কার্যকরী সদস্য মোঃ আসাদুজ্জামান ইউসুফ (দৈনিক মুক্তখবর), কার্যকরী সদস্য মোঃ খাইরুল আমিন তালুকদার (দৈনিক আলোকিত বরিশাল)।