আপডেটের সময় :
০১:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
/
৬২২
কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া প্রেসক্লাব নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু সহ সকল সদস্যবৃন্দদের অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন এক বিবৃতিতে কলাপাড়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির মাধ্যমে কলাপাড়ায় সাংবাদিকতার ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে। সাংবাদিকদের মধ্যে যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ছিলো তা আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কলাপাড়া প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন। উল্লেখ্য, শুক্রবার কলাপাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় মো. হুমায়ুন কবির সভাপতি ও এস এম মোশারফ হোসেন মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অপর সদস্যরা হলেন- সহ-সভাপতি দেলওয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক অশোক মুখার্জী, দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু, সাহিত্য, সাংস্কৃতিক ও সমাজ সেবা সম্পাদক জীবন কুমার মন্ডল এবং ২নং সদস্য মো. এনামুল হক।