পটুয়াখালীর লাউকাঠীতে শিক্ষক নজরুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

- আপডেটের সময় : ০৩:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ৬১৭
এইচ এম মোশারেফ সুজন পটুয়াখালী| সদর উপজেলার লাউকাঠী শহীদ স্মৃতি বিদ্যানিকেতন লাউকাঠী হাই স্কুলের সনামধন্য শিক্ষক সিকদার নজরুল ইসলাম স্যারের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১৬- জানুয়ারি-২০২২ ইং) তারিখ সকাল আনুমানিক ১১.৩০ মিনিটের সময় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন, (ইন্না-লিল্লাহ——-রাজিঊন). প্রিয় স্যারের জানাজার নামাজ তার কর্মরত থাকা শহীদ স্মৃতি বিদ্যানিকেতন লাউকাঠী হাই স্কুলের মাঠে অদ্য আসর বাদ অনুষ্ঠিত শেষে তার দাফনকার্য সম্পন্য করা হয়েছে। গত (১৩-জানুয়ারি-২০২২ ইং) তারিখ রাতে ব্রেইন স্ট্রোক করেন পরে তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সকলের প্রিয় শিক্ষকের মৃত্যুতে এলাকার ছাত্র-ছাত্রী সহ সকল পেশাজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।তার রুহের মাগফেরাত ও বেহেশত নসিব কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন তার পরিবারের লোকজন।