কলাপাড়া পৌরসভার কাউন্সিলর তারেকুজ্জামানের মায়ের দাফন সম্পন্ন

নিউজ রুম
- আপডেটের সময় : ০৪:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ৬২১
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: কলাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান তারেকের মা হাসিনা বেগমের (৬০) জানাজা নামাজে মানুষের ঢল নেমেছে।
শনিবার জোহর বাদ কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মহরুমার জানাজার নামাজ পড়ান। মরহুমার নামাজে জানাজা শেষে পৌর শহরের এতিমখানা কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শনিবার সকাল সাড়ে ৬ টায় নিজ বাসায় কলাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান তারেকের মা হাসিনা বেগম (৬০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে কলাপাড়া সাংবাদিক ফোরাম, অনলাইন নিউজপোর্টাল আপন নিউজ বিডি ডটকম পরিবার মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।