কলাপাড়া সাংবাদিক ফোরাম-এর দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ

- আপডেটের সময় : ১২:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ৬৪৪
ডেস্ক রিপোর্ট ॥ কলাপাড়া সাংবাদিক ফোরাম-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় কলাপাড়া পৌর শহরের উকিলপট্টিস্থ ফোরাম-এর নিজস্ব কার্যালয়ে সভাপতি মোঃ আসাদুজ্জামান ইউসুফ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম আলমগীর হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক সভায় দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন ও বার্ষিক বনভোজনের বিষয়ে আলোচনা হয়।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন ও বনভোজনের জন্য ২৮ জানুয়ারি রোজ শুক্রবার দিন ধার্য করা হয় এবং স্থান উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া মুজিব কিল্লা নির্ধারণ করা হয়। এছাড়া ওইদিন জাতীয় দৈনিক আইন বার্তা পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি এ্যাড. জেড এম কাওছারকে নতুন সদস্যপদ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফোরাম-এর দপ্তর সম্পাদক মোঃ নুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইনুদ্দিন আল আতিক, সদস্য মোঃ মাহতাব হোসেন হাওলাদার, মোঃ ফকরুল আলম, মোঃ খাইরুল আমিন তালুকদার, মোঃ জাহিদ তালুকদার ও মোঃ ফিরোজ সিকদার প্রমখু।