ফজিলিয়া নূরানী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

- আপডেটের সময় : ০১:৪০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ৬৭৬
মাহতাব হোসেন, মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি ॥ পটুয়াখালী মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামের মোজ্জাম্মেল হক হাফিজিয়া ও ফজিলিয়া নূরানিয়া (ক্যাডেট) মাদরাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মজিবুল হক ফকিরের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মৌলভী মোঃ আমির হোসেন ও মৌলভী মোঃ আল আমিনের যৌথ সঞ্চালনায় এ শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সাইদুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ মান্নান হাওলাদার ও আব্দুর রব ফরাজি।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার বিকল্প নেই। দেশকে উন্নত করতে হলে নিজেদের উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। তোমরা কৃতি শিক্ষার্থীরা বর্তমানের ন্যায় আগামীতেও আরো ভালো ফলাফল অর্জন করবে বলে আমি আশাবাদী।’
তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, ‘একজন শিক্ষার্থী ভালো হওয়ার পিছনে অভিভাবকদের প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে। আপনাদের সহযোগিতার মাধ্যমেই আপনার সন্তান সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবে। আপনারা যদি তার খারাপ ফলাফলে উৎসাহ না দিয়ে বকা দেন, তাহলে সে পড়ালেখার প্রতি মনোযোগী না ও হতে পারে। তাই ওদের সাথে সবসময় উত্তম আচরণ করতে হবে।’
অতিথিদের বক্তব্য শেষে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন মাদরাসার প্রধান শিক্ষক মৌলভী মোঃ খলিলুর রহমান। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
এসময় মাদরাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।