টোয়াকের প্রেসিডেন্ট তুষার, সেক্রেটারি জহিরুল

নিউজ রুম
- আপডেটের সময় : ০৮:৫৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ৬২৮
রিপোর্ট- সোহেল মাহমুদঃ ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) দ্বি-বার্ষিক সম্মেলনে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে রুমান ইমতিয়াজ তুষার ও সেক্রেটারি জেনারেল হিসেবে জহিরুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলা সম্মেলনে গঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের পরিচালনায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় তারা নির্বাচিত হন।
এছাড়াও যারা নির্বাচিত হয়েছেন- ভাইস-প্রেসিডেন্ট পদে লুৎফুল হাসান রানা ও আল-আমিন মুসুল্লী, জয়েন্ট-সেক্রেটারি নেছার উদ্দিন, ডিরেক্টর অর্গানাইজ আবুল হোসেন রাজু, ডিরেক্টর ফিন্যান্স আসাদুজ্জামান মিরাজ, ডিরেক্টর ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স সাইদুর রহমান শাহিন, ফেয়ার এন্ড ট্রেড পদে সোহেল মাহমুদ, পি আর পদে কেএম বাচ্চু সহ ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করেন টোয়াক নির্বাচন ২০২১ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জহিরুল ইসলাম মিরন।
সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের সেবা দিতে ট্যুর অপারেটরদের নিয়ে গঠিত ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)। ২০১১ সালে প্রতিষ্ঠার পর থকে পর্যটকদের সেবা ও পর্যটন উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জাগো নিউজকে জানান, পূনরায় আমাকে টোয়াকের প্রসিডেন্ট নির্বাচিত করায় সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা। আমরা দীর্ঘদিন সুনামের সাথে পর্যটক সেবা ও পর্যটন বিকাশে কাজ করে আসছি, এ ধারাবাহিকতা আমাদের অব্যহত থাকবে।
তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনারের প্রধান জহিরুল ইসলাম মিরন জাগো নিউজকে জানান, সম্পূর্ণ গনতান্ত্রিক পদ্ধতিতে আজকের নির্বাচন সম্পন্ন হলো। টোয়াকের ৩৮ জন সদস্যদের মধ্যে ভোট দেয়ার বৈধতা পেয়েছে ২৭ জন সদস্য। এর মধ্যে অনেক প্রার্থীই বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন। বাকি কয়েকজনকে ভোটের মাধ্যমে ঘোষণা করেছি।