লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ; তদন্ত কমিটির বৈঠক

- আপডেটের সময় : ১২:২৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ৬২১
আসাদুল হক সবুজ , বরগুনা: ভয়াবহ লঞ্চ অগ্নি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য বিআইডব্লিউটিএ গঠিত তদন্ত কমিটির সাত সদস্য আজ রবিবার বরগুনা সফর করেন।
তারা স্থানীয় সার্কিট হাউস প্রাঙ্গনে উক্ত দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের সাথে কথা বলেন। এসময় নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা ছবি নিয়ে প্রিয় জনের সন্ধানদাবী করেন।
নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা না থাকলেও অন্তত লাশটি দেখতে চান স্বজনরা। যাদেরকে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে,যদি তাদের মধ্যেও থেকে থাকে তাও দ্রুত নিশ্চিত করার দাবি জানান নিখোঁজ যাত্রীদের স্বজনরা।
তদন্ত কমিটির প্রধান তোফায়েল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা ধৈর্য সহকারে দুর্ঘটনার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের কথা শোনেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা -১ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক হাবিবুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তারা।