জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলা হচ্ছে না তামিমের

- আপডেটের সময় : ১০:৩৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ৬৮০
ইব্রাহিম খলিলুল্লাহ, ক্রীড়া প্রতিবেদক: জিম্বাবুয়ে সফরে থাকা বাংলাদেশ দলের একমাত্র টেস্ট থেকে ছিটকে পড়েছেন বাঁহাতি ওপেনার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ডান পায়ের ব্যথা না কমায় তাকে ছাড়াই টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।
দলীয় সূত্রে জানানো হয়েছে, তামিমের ডান পায়ের হাঁটুর চোটে ব্যথা এখনও কমেনি। এই অবস্থায় তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে মেডিকেল টিম। টেস্টে বিশ্রামে থাকলে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে ফিট হয়ে উঠতে পারেন দেশসেরা ওপেনার।
তামিম ছিটকে পড়ায় হারারে টেস্টে বাংলাদেশের ওপেনারের দায়িত্ব পালন করতে হবে সাদমান ইসলাম ও সাইফ হাসানকে। দুই দিনের প্রস্তুতি ম্যাচেও তারাই দলের ওপেনারের ভূমিকায় ছিলেন। তবে প্রস্তুতি ম্যাচের শেষাংশে দলের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন তামিম, যিনি ছিলেন চোট পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায়।
তাতে প্রস্তুতির বদলে উল্টো বেড়েছে শঙ্কা। তামিমের পায়ের ব্যথা কমার বদলে ক্ষণে ক্ষণে বেড়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী একথা জানিয়েছিলেন, তামিমের চোটের যে ধরন তাতে বিশ্রামের কোনো বিকল্প নেই। ঝুঁকি নিয়ে টেস্ট দলের সাথে জিম্বাবুয়ে সফরে গেলেও শেষপর্যন্ত ব্যাট-প্যাড ছেড়ে বিশ্রামই বেছে নিতে হচ্ছে তামিমকে।
তামিম ছিটকে গেলেও চোট পাওয়া আরেক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়ে শঙ্কা নেই বললেই চলে। এছাড়া টেস্ট দলের বাকি সদস্যরা ফিট আছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
তামিমের এই চোট পুরনো হলেও নতুন করে বাঁধিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময়। এই চোটের কারণে প্রিমিয়ার লিগের সুপার লিগেও অংশ নিতে পারেননি তিনি।