দুঃখিনী মায়ের মুখে হাসি ফুটাতে সৌদি গিয়ে লাশ হয়ে ফিরলেন পটুয়াখালীর মানিক
- আপডেটের সময় : ১২:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ৭০১
এইচ এম মোশারেফ হোসেন সুজন ॥ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়নের আফাল কাঠি গ্রামের মৃত্যু মোঃ বাচ্চু হাওলাদার’র ছেলে মোঃ মানিক। ৬ ডিসেম্বর রোজ সোমবার সৌদি আরবে কর্মরত থাকা অবস্থায় এই পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে যান।
আপনজন সুত্রে জানা যায়, মৃত্যু মোঃ মোস্তাক আহমেদ মানিক ( ৩০) জন্ম ১৯৯১ সালে। এই মানিক মায়ের কোলে আসার একদিন পূর্বে মানিকের বাবা মোস্তাফিজুর রহমান বাচ্চু স্ত্রী সন্তান রেখে গাড়ি এক্সিডেন্ট করে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন।
দুঃখিনী মা নাসিমা বেগম এই অবুঝ শিশুটিকে বুকে নিয়ে স্বামী হারানো কষ্ট গুলো বুকে পাথর চাপা দিয়ে তিলে তিলে গড়ে তুলেন মানিককে। ভবিষ্যৎ স্বপ্নের সুখের ছোঁয়া দরজায় এসে দোলা দেওয়া মাত্র কান্নার আহাজারি সবার। ২০১৮ সালে মায়ের মুখে হাসি ফুটানোর জন্য সৌদি আরবে প্রবাসী হন মানিক। ৪ বছর প্রবাসী জীবন শেষ করে মায়ের মুখে হাসি দেখার জন্য বাংলাদেশের মাটিতে পা দেয়ার জন্য চলমান পেপারস প্রসেসিং অবস্থায় চলে গেলো কলিজার টুকরো মানিক। চলমান পেপারস প্রসেসিং ঘুরিয়ে মৃত্যু পেপারস প্রসেসিং করেন। ২০ ডিসেম্বর সোমবার বাংলাদেশ এয়ারপোর্ট পৌঁছে তার লাশবাহী গাড়ি। ২১ ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল ৯ টায় জন্মস্থানের মাটি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের চর জৈন কাঠি গ্রামের মুন্সি বাড়ি পৌঁছে। এই নানা বাড়ি বড় হয়েছে মায়ের আঁচলের নিচে থেকে। এখানে বিকাল ৪ ঘটিকায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
তার ইন্তেকালে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে তারা দোয়া করেছেন।























