মুক্তি চাই, বাঁচতে চাই : আতিক হাসান নিলয়

নিউজ রুম
- আপডেটের সময় : ১০:৪৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১০২৫
মুক্তি চাই, বাঁচতে চাই
আতিক হাসান নিলয়
আমি অচিনপুরে হারিয়ে যেতে চাই,
অচেনা লোকের ভিড়ে,
আমি নিজেকে ঘিরে।
নতুন করে বাঁচতে চাই।
এই সমাজ রাষ্ট্রের অদ্ভুত নিয়ম থেকে মুক্তি চাই।
আমি মুক্তি চাই, আমি বাঁচতে চাই।
আমি গহিন অরণ্যে নিখোঁজ হতে চাই।
সে অরণ্যের ফুল প্রকৃতি ঘিরে,
পাখিদের মিষ্টি সুরের ভিড়ে।
কুঁড়েঘর করে থাকতে চাই।
এই সমাজ রাষ্ট্রের অদ্ভুদ নিয়ম থেকে মুক্তি চাই।
আমি মুক্তি চাই, আমি বাঁচতে চাই।
আমি রূপ নগরের সন্ধান চাই।
রমণীর রূপের ঝলকে,
চোঁখের পলকে পলকে।
মনের বাগান সাজাতে চাই।
এই সমাজ রাষ্ট্রের অদ্ভুদ নিয়ম থেকে মুক্তি চাই।
আমি মুক্তি চাই, আমি বাঁচতে চাই।