ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তাশাহুদের সময় ভুলে সুরা ফাতিহা পড়ে ফেললে যা করবেন

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৯:৪৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • / ৬৪৯

ধর্ম ডেস্কঃ নামাজের বৈঠকে তাশাহহুদের সময় — আমি মাঝে মাঝে ভুলে সুরা ফাতিহা পড়ে ফেলি। এখন আমার করণীয় কী? এ ভুলের কারণে কি আমার ওপর সাহু সিজদা ওয়াজিব হবে?

এই প্রশ্নের উত্তর হলো- কেউ যদি তাশাহহুদের আগে ভুলে সুরা ফাতিহা পড়ে ফেলে, তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে। তখন সাহু সিজদা দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে পড়ে।

বলার অপেক্ষা রাখে না  যে, যেকোনো নামাজ মনোযোগের সাথে আদায় করা উচিত। নামাজে যদি বারবার মনোযোগ ছুটে যায়— তাহলে বুঝতে হবে, এটা উদাসীনতার লক্ষণ। খুশু-খুজুর (বিনম্রতা ও আল্লাহভীতি) সাথে নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনুল কারিম ও আল্লাহর রাসুল (সা.)-এর হাদিসে সবিশেষ তাগিদ এসেছে। তাই সতর্কতা কাম্য।

তথ্যসূত্র : আল-মুহিতুল বুরহানি : ২/৩১৩; ফাতাওয়া খানিয়া : ১/১২১; ফাতহুল কাদির : ১/৪৩৯; ফাতাওয়া সিরাজিয়া, পৃষ্ঠা : ৮৭; শরহুল মুনইয়া, পৃষ্ঠা : ৪৬০; আল-বাহরুর রায়েক : ২/৯৭



নিউজটি শেয়ার করুন








তাশাহুদের সময় ভুলে সুরা ফাতিহা পড়ে ফেললে যা করবেন

আপডেটের সময় : ০৯:৪৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১

ধর্ম ডেস্কঃ নামাজের বৈঠকে তাশাহহুদের সময় — আমি মাঝে মাঝে ভুলে সুরা ফাতিহা পড়ে ফেলি। এখন আমার করণীয় কী? এ ভুলের কারণে কি আমার ওপর সাহু সিজদা ওয়াজিব হবে?

এই প্রশ্নের উত্তর হলো- কেউ যদি তাশাহহুদের আগে ভুলে সুরা ফাতিহা পড়ে ফেলে, তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে। তখন সাহু সিজদা দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে পড়ে।

বলার অপেক্ষা রাখে না  যে, যেকোনো নামাজ মনোযোগের সাথে আদায় করা উচিত। নামাজে যদি বারবার মনোযোগ ছুটে যায়— তাহলে বুঝতে হবে, এটা উদাসীনতার লক্ষণ। খুশু-খুজুর (বিনম্রতা ও আল্লাহভীতি) সাথে নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনুল কারিম ও আল্লাহর রাসুল (সা.)-এর হাদিসে সবিশেষ তাগিদ এসেছে। তাই সতর্কতা কাম্য।

তথ্যসূত্র : আল-মুহিতুল বুরহানি : ২/৩১৩; ফাতাওয়া খানিয়া : ১/১২১; ফাতহুল কাদির : ১/৪৩৯; ফাতাওয়া সিরাজিয়া, পৃষ্ঠা : ৮৭; শরহুল মুনইয়া, পৃষ্ঠা : ৪৬০; আল-বাহরুর রায়েক : ২/৯৭