বাবা : ইমদাদ সুমন

নিউজ রুম
- আপডেটের সময় : ০১:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ৭৬৬
বাবা
ইমদাদ সুমন
বাবা মানে আলো
বাবা মানে আশার প্রদীপ জ্বালো।
বাবা মানে ছায়া
বাবা মানে মায়া।
বাবা মানে আশা
বাবা মানে ভালোবাসা।
বাবা মানে সাত রাজার ধন
বাবা মানে হৃদয়ের স্পন্দন।
বাবা মানে মায়ার হাসি
বাবা মানে ভালোবাসা ভাসি।
বাবা মানে দুঃখ সুখের সাথী
বাবা মানে আঁধারে আলোর বাতি।
রচনাঃ ২০.০৬.২০২১