পটুয়াখালীতে মাধ্যমিকের শিক্ষার্থীদের টিকাদান শুরু

- আপডেটের সময় : ১২:৩৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ৬২৪
মোঃ রুবাইয়াত হক মেহেদী, পটুয়াখালীঃ পটুয়াখালীতে ১২ বছর উর্ধ্বো সকল মাধ্যমিক শিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। পর্যায়ক্রমে জেলার সকল মাধ্যমিক শিক্ষার্থীদের ফাইজার বায়োএনটেক কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।
সোমবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
এ সময় হাসপাতালের তত্বাবধায়ক আব্দুল মতিন, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম শিপন, জেলা শিক্ষা অফিসার মুহম্মদ মুজিবুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসিন কে টিকাদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এর আগে গত ১ সপ্তাহ ধরে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান চলেছে।
এ সময় ১০ম শ্রেণির শিক্ষার্থী রিফাতুজ্জামান রিভান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আপ্রাণ চেষ্টায় আমরা টিকার আওতাভুক্ত হয়েছি। এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আরেক শিক্ষার্থী তাবিয়া জান্নাত জানান, আমরা কোনো ধামেলা ছাড়াই টিকা দিয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত।
এক অভিভাবক জানান, এটা আসলেই যুগান্তকারী পদক্ষেপ। আমাদের শিশুরা এখন ধুঁকিমুক্ত।