ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অব্যক্ত কথা : নাদিয়া ইসলাম মনি

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৩:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • / ১০৪৬

কবিতা

অব্যক্ত কথা
নাদিয়া ইসলাম মনি

তোমায় আমি অনেক কিছুই বলতে চেয়েছিলাম
বলতে চেয়েছিলাম- এসো, নিবিড় হয়ে আরও
চেয়েছিলাম বলতে খুশি, তীব্র হাহাকারও

বলতে চেয়েছিলাম – আমি তোমায় নিতে পারি
একখানা ছাদ, ভাত আর নুনেই তৈরি করি বাড়ি

স্বপ্ন গুলো কেমন হবে? ইচ্ছে ছিল বলার
ইচ্ছে ছিল- ভয় সরিয়ে সঙ্গে নিয়ে চলার

বলতে চেয়েছিলাম গোপন,প্রকাশ্য সব কথা
তোমায় আমি বলতে চেয়েছিলাম নীরবতা(ও)

তোমার দিকে তাঁকিয়ে ছিলাম বলব বলেই সব
অতীত থেকে আমায় আজও বাঁচানো সম্ভব

বলতে চেয়েছিল আঙুল জাপ্টে ধরা হাতে
কেমন করে রাখবে আমায় এসব প্রতিঘাতে

বলতে চেয়েছিলাম এখন তোমার ব্যথা দাও
তার বদলে এক জীবনের শান্তি- ধরো, নাও

এবার তুমি সুখী হবেই- ভেবেছিলাম বলিই
ভেবেছিলাম- বাদবাকি পথ সঙ্গে নিয়ে চলি

শান্তি দেব, তার বদলে ডাকবো ক্ষতর নিলাম
তোমায় আমি ভালই বাসি- বলতে চেয়েছিলাম

বলতে চেয়েছিলাম-এসো… তোমায় বুঝে বুঝে
ফুল ছোঁয়াবো বুকের ভেতর বীভৎস কার্তুজে!

ইচ্ছে ছিল- সত্যিটুকু বলেই দেব তবে
দ্বন্দ্ব থেকে তুলেই তোমায় রাখছি অনুভবে

ইচ্ছে ছিল – দিই, বলে দিই, এবার প্রিয় গানে
তুমিই আমায় বাঁধতে পারো মায়ায়, অভিমানে

বলার ছিল জড়িয়ে ধরো, আমায় বেঁধে নাও
ঘুম না আসা চোখ দুটোকে শান্ত করে দাও

বলার আগেই বুঝলে বোধহয় ভাঙত ব্যথার শীতও
অনেক আভাস দিয়েও ছিলাম,তুমিই বোঝো নি তো!

বলতে চেয়েছিলাম তোমায় দিতেই পারি মন
সুখের হিসেব করি না আর, যত্ন প্রয়োজন

বলতে চেয়েছিলাম তোমায় টান বেড়েছে শোনো-
আমায় ছেড়ে যাবার কথা বলবে না কক্ষণো

ভেবেছিলাম তোমায় এ সব সত্যি দেব বলে
কিন্তু তুমি বুঝলে না। তাই, আমিও এলাম চলে

তোমায় আমি অনেক কিছুই বলতে চেয়েছিলাম
কিন্তু তুমি শুনলে না তাই সব লুকিয়ে নিলাম।



নিউজটি শেয়ার করুন








অব্যক্ত কথা : নাদিয়া ইসলাম মনি

আপডেটের সময় : ০৩:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১

অব্যক্ত কথা
নাদিয়া ইসলাম মনি

তোমায় আমি অনেক কিছুই বলতে চেয়েছিলাম
বলতে চেয়েছিলাম- এসো, নিবিড় হয়ে আরও
চেয়েছিলাম বলতে খুশি, তীব্র হাহাকারও

বলতে চেয়েছিলাম – আমি তোমায় নিতে পারি
একখানা ছাদ, ভাত আর নুনেই তৈরি করি বাড়ি

স্বপ্ন গুলো কেমন হবে? ইচ্ছে ছিল বলার
ইচ্ছে ছিল- ভয় সরিয়ে সঙ্গে নিয়ে চলার

বলতে চেয়েছিলাম গোপন,প্রকাশ্য সব কথা
তোমায় আমি বলতে চেয়েছিলাম নীরবতা(ও)

তোমার দিকে তাঁকিয়ে ছিলাম বলব বলেই সব
অতীত থেকে আমায় আজও বাঁচানো সম্ভব

বলতে চেয়েছিল আঙুল জাপ্টে ধরা হাতে
কেমন করে রাখবে আমায় এসব প্রতিঘাতে

বলতে চেয়েছিলাম এখন তোমার ব্যথা দাও
তার বদলে এক জীবনের শান্তি- ধরো, নাও

এবার তুমি সুখী হবেই- ভেবেছিলাম বলিই
ভেবেছিলাম- বাদবাকি পথ সঙ্গে নিয়ে চলি

শান্তি দেব, তার বদলে ডাকবো ক্ষতর নিলাম
তোমায় আমি ভালই বাসি- বলতে চেয়েছিলাম

বলতে চেয়েছিলাম-এসো… তোমায় বুঝে বুঝে
ফুল ছোঁয়াবো বুকের ভেতর বীভৎস কার্তুজে!

ইচ্ছে ছিল- সত্যিটুকু বলেই দেব তবে
দ্বন্দ্ব থেকে তুলেই তোমায় রাখছি অনুভবে

ইচ্ছে ছিল – দিই, বলে দিই, এবার প্রিয় গানে
তুমিই আমায় বাঁধতে পারো মায়ায়, অভিমানে

বলার ছিল জড়িয়ে ধরো, আমায় বেঁধে নাও
ঘুম না আসা চোখ দুটোকে শান্ত করে দাও

বলার আগেই বুঝলে বোধহয় ভাঙত ব্যথার শীতও
অনেক আভাস দিয়েও ছিলাম,তুমিই বোঝো নি তো!

বলতে চেয়েছিলাম তোমায় দিতেই পারি মন
সুখের হিসেব করি না আর, যত্ন প্রয়োজন

বলতে চেয়েছিলাম তোমায় টান বেড়েছে শোনো-
আমায় ছেড়ে যাবার কথা বলবে না কক্ষণো

ভেবেছিলাম তোমায় এ সব সত্যি দেব বলে
কিন্তু তুমি বুঝলে না। তাই, আমিও এলাম চলে

তোমায় আমি অনেক কিছুই বলতে চেয়েছিলাম
কিন্তু তুমি শুনলে না তাই সব লুকিয়ে নিলাম।