কাল কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের রাস পূজা
- আপডেটের সময় : ০৩:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ৬২৯
রাসেল মোল্লা, (পটুয়াখালী) কলাপাড়া প্রতিনিধিঃ কুয়াকাটায় রাস পূজা শুরু হবে আজ বৃহস্পতিবার রাস পূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় এই রাস পূজা শত বছরের ঐতিহ্য। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ধর্মীয় আচরণের মধ্য দিয়ে শুরু হবে এ রাস পূজা এবং শুক্রবার সকালে সৈকতে পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে।
রাস পূজা কমিটির সভাপতি কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, বিভিন্ন জেলা থেকে ইতোমধ্যে ভক্তরা আসা শুরু করেছেন। আশা করি ঝাঁকজমক আয়োজনে এবারের উৎসব পালন করতে পারব আমরা সুন্দর আয়োজন করেছি। কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার জানান, রাস পূজা আমাদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান। সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য পৌরসভার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ আলী জানান, রাস পূজা উপলক্ষে কুয়াকাটায় আসা পর্যটকদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। দিন-রাত আমাদের টিম মাঠে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, প্রতি বছর রাস পূজাকে ঘিরে তিন দিনব্যাপি যে মেলার আয়োজন হতো তা এ বছর পূজা কমিটি বর্জন করেছেন। তারা জানিয়েছেন, পূজা হচ্ছে একটি ধর্মীয় অনুষ্ঠান। মেলা এ অনুষ্ঠানের আওতাভুক্ত নয়।





















