দারুল ইহসান হিফযুল কুরআন মাদরাসায় শিক্ষকের বিদায় সংবর্ধনা

- আপডেটের সময় : ১২:৫০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ৬৯১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় দারুল ইহসান ট্রাষ্ট কর্তৃক পরিচালিত দারুল ইহসান হিফযুল কুরআন মাদরাসার সহকারী শিক্ষক মোঃ ইমাম হোসনের বিদায় উপলক্ষে সংবার্ধনা ১২ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬.৩০ এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
দারুল ইহসান ট্রাষ্টের সহ-সভাপতি মাওলানা ওসমান গনি হাওলাদারের সভাপতিত্বে ও দারুল ইহসান হিফযুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা তাহসিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মুহা ওয়ালিউল্লাহ উপাধ্যক্ষ খেপুপাড়া নেছারুদ্দীন ফাযিল মাদরাসা , মাওলানা মুহা আবদুল মোমেন অধ্যক্ষ দারুল ইহসান মডেল মাদরাসা , অভিভাবক মোঃ ফরহাদ হোসেন অফিসার পায়রা বন্দর।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- দারুল ইহসান ট্রাষ্টের আজীবন সদস্য ও আল হেরা জামে মসজিদের সাবেক সভাপতি হাকিম মজিবুর রহমান, আল হেরা জামে মসজিদের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজেের শিক্ষক মোঃ রেজাউল করিম, আমরা কলাপাড়াবাসী সেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক মোঃ আল ইমরান, সদস্য নজরুল ইসলাম, রাকায়েত আহসান প্রমুখ।
দারুল ইহসান হিফযুল কুরআন মাদরাসার ছাত্রদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক মোঃ ইমাম হোসনে কে উপটোকন প্রদান করে বিদায়ী শিক্ষক ছাত্রদের রাসূল (সাঃ)এর জীবনীগ্রন্থ ছাত্রদের উপহার দেয়, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।