ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের দাবিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সন্মেলন

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৩:৩০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • / ৬৩৩

ইশরাত জাহান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, সহিংসতা, অগ্নি সংযোগ, সস্ত্রাস ও নাশকতা রোধকল্পে পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাদি সংবাদ সম্মেলন করেছেন।

হাবিবুর রহমান হাদি সংবাদ সম্মেলনে বলেন, প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন টুটু তার বহিরাগত বাহিনী দিয়ে সন্ত্রাসী হামলা, অগ্নিসন্ত্রাস ঘটাতে পারে। নির্বাচনী প্রচার গত রাত ১২ টার পর থেকে বন্ধ হয়ে গেলেও এখনও এ ইউনিয়নে প্রচুর বহিরাগত সন্ত্রাসী অবস্থান করছে। এসব সন্ত্রাসীরা ভোটারদের নানা প্রকার ভয়ভীতি দেখাচ্ছে।

বুধবার গলাচিপা পৌর এলাকার বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান হাদি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

তিনি বলেন, স্বতন্ত্র হিসাবে আমি পরপর দুই বার জনগনের ভোটে এ ইউপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার বেশি ভোট পেয়েছি। ঐ নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিজিত প্রার্থী ইটবাড়িয়া বাজারে অগ্নিসন্ত্রাস করে অর্ধশত দোকানপাট পুড়িয়ে দেয়। এ বছর আমার জনপ্রিয়তা দেখে একই প্রতিদ্বন্দ্বি প্রার্থী সন্ত্রাসী বাহিনী মাঠে লেলিয়ে দিয়েছে। সোমবারিয়া বাজারে বহিরাগত বাহিনীর হামলায় আমার ৪ কর্মী আহত হয়। ইউনিয়নের ১,২,৩ এবং ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে অগ্নিসন্ত্রাস,হামলা ও লুটপাটের আশঙ্কা করছেন। মোটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাদি প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মানুষের জানমাল রক্ষার জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি আরো বলেন, জনগন যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।



নিউজটি শেয়ার করুন








গলাচিপায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের দাবিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সন্মেলন

আপডেটের সময় : ০৩:৩০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১

ইশরাত জাহান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, সহিংসতা, অগ্নি সংযোগ, সস্ত্রাস ও নাশকতা রোধকল্পে পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাদি সংবাদ সম্মেলন করেছেন।

হাবিবুর রহমান হাদি সংবাদ সম্মেলনে বলেন, প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন টুটু তার বহিরাগত বাহিনী দিয়ে সন্ত্রাসী হামলা, অগ্নিসন্ত্রাস ঘটাতে পারে। নির্বাচনী প্রচার গত রাত ১২ টার পর থেকে বন্ধ হয়ে গেলেও এখনও এ ইউনিয়নে প্রচুর বহিরাগত সন্ত্রাসী অবস্থান করছে। এসব সন্ত্রাসীরা ভোটারদের নানা প্রকার ভয়ভীতি দেখাচ্ছে।

বুধবার গলাচিপা পৌর এলাকার বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান হাদি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

তিনি বলেন, স্বতন্ত্র হিসাবে আমি পরপর দুই বার জনগনের ভোটে এ ইউপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার বেশি ভোট পেয়েছি। ঐ নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিজিত প্রার্থী ইটবাড়িয়া বাজারে অগ্নিসন্ত্রাস করে অর্ধশত দোকানপাট পুড়িয়ে দেয়। এ বছর আমার জনপ্রিয়তা দেখে একই প্রতিদ্বন্দ্বি প্রার্থী সন্ত্রাসী বাহিনী মাঠে লেলিয়ে দিয়েছে। সোমবারিয়া বাজারে বহিরাগত বাহিনীর হামলায় আমার ৪ কর্মী আহত হয়। ইউনিয়নের ১,২,৩ এবং ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে অগ্নিসন্ত্রাস,হামলা ও লুটপাটের আশঙ্কা করছেন। মোটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাদি প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মানুষের জানমাল রক্ষার জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি আরো বলেন, জনগন যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।