পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নে নৌকা মার্কার সমর্থনে কেন্দ্রীয় নেতাকর্মীদের পথসভা

- আপডেটের সময় : ০৭:১৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ৬৩২
এইচ এম মোশারেফ হোসেন সুজন, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী সদর উপজেলার ১১ নং আউলিয়াপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে, ০৯/১১/২০২১ ইং তারিখ বিকেল ৪ টার সময় নৌকা মার্কাল চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির মৃধার সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথ সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংগঠনিক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট সুলতান আহম্মেদ মৃধা, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুজ্জামান (রনি), উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তারেকুজ্জামান (মনির), জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা আক্তার (মিকি), সেচ্ছাসেবক লীগের জেলা নেতা প্রবীন সাংবাদিক মুজাহিদুল ইসলাম (প্রিন্স) সহ জেলা উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী প্রমুখ।
এসময় আগামী ১১’ই নভেম্বর রোজ বৃহস্পতিবার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ ইং তারিখ অনুষ্ঠিত নির্বাচনকে সফল ও সার্থক করতে আউলিয়াপুর বাসী সফল চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির মৃধাকে বিজয়ী করতে সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ ও সরকারের চলমান উন্নয়নকে এগিয়ে নেয়ার কথা বলেন উপস্থিত নেতা কর্মীরা।