আমতলীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নিউজ রুম
- আপডেটের সময় : ০৯:৩৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ৭৪৬
আমতলী সংবাদদাতাঃ ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর আমড়াগাছিয়া নামক স্থানে রবিবার (২৭ জুন) দুপুর ১২ টার দিকে সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আবদুল্লাহ আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের মোঃ হাবিব পহলানের ছেলে।
জানা গেছে, আবদুল্লাহ রাস্তা পার হওয়ার সময় কুয়াকাটাগামী দ্রুতগতির এ আর এক্সপ্রেসের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার জানান, খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে নিয়ে আসে। তবে পরিবারের দাবির প্রেক্ষিতে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।