আউলিয়াপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন

- আপডেটের সময় : ১০:৪৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ৬৪১
ইশরাত জাহান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন শাহ আলম শরীফ। প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পটুয়াখালী সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। ১৭/১০/২১ ইং তারিখ রোজ রবিবার ১১নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জামা দেন সাবেক সফল চেয়ারম্যান জননেতা মোঃ আলতাফ হোসেন শাহ আলম শরীফ।
তিনি দলীয় তথা নৌকা মার্কা প্রত্যাশী ছিলেন।কিন্তু দল থেকে তাকে মনোনয়ন দেয়া হয় নি। এবিষয়ে জনাব,শাহ আলম শরীফ বলেন,আমি দীর্ঘ দিন যাবত আওয়ামিলীগ করি,আমার বাবা একজন গর্বিত মুক্তিযোদ্ধা ছিলেন,এবং এক সময়ের চেয়ারম্যান ছিলেন। আমি নিজেও একবার অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। গত নির্বাচনে আমি দলীয় প্রতীক চেয়েছিলাম,কিন্ত জেলা উপজেলার নেতার আমাকে নির্বাচনে বারন করায় আমি নির্বাচন করিনি।তারা বলেছিল, আগামী তথা এই নির্বাচনে আমাকে মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রে সুপারিশ করবে।
অথচ, এবছর আমি দলীয় মনোনয়ন চেয়েছি কিন্তু পাইনি।আমি জনগনকে সাথে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করব। আমি এই আউলিয়াপুর ইউনিয়নের জনগনের সেবা করব। তিনি আরো বলেন,আমি কোনো বিদ্রোহী প্রার্থী নই আমি একজন স্বতন্ত্র প্রার্থী। জনগন যাকে ভোট দিয়ে জয় যুক্ত করবে সেই হবে আউলিয়াপুরের প্রতিনিধি।