পটুয়াখালীর বড়বিঘাই ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডে আলমগীর মৃধার মনোনয়ন পত্র দাখিল

- আপডেটের সময় : ১০:৪২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ৬৪১
রিপোর্ট- এইচ এম মোশারেফ হোসেন সুজন ॥ পটুয়াখালী সদর উপজেলার ১২নং বড়বিঘাই ইউনিয়নের মোঃ সিরাজ মৃধার দ্বিতীয় ছেলে সাবেক সফল ইউ পি সদস্য মোঃ আলমগীর মৃধা দ্বিতীয় বারের মতো ইউপি সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৭ অক্টোবর, রোজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় পটুয়াখালী জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র হাতে নেন তিনি। এবিষয়ে ছোট ভাই মোঃ এনামুল হক খবির উদ্দিন মৃধা বলেন, আজ আমি আপনাদের কে উদ্দিস্য করে বলতে চাই।
আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে আপনারা১১ নবেম্বর এ জয় কে ছিনিয়ে আনতে পারবেন। ৫ নং ওয়ার্ড বাসিকে জাগ্রত ও সজাগ, সুদৃষ্টি রাখার জন্য জোরালো অনুরোধ ও আহবান জানাই। তিনি আরো বলেন পশারীবুনিয়া গ্রামবাসির বুজতে হবে এবং সঠিক সিধান্ত নিতে হবে। এ মুল্যবান সময়টুকু কাজে লাগাতে হবে। মনে রাখবেন যে একদল কুচক্রো সবসময় ন্যায়ের বিরোধিতা করে থাকে এটা তাদের পেষা ও নেশায় পরিনত হয়েছে। খেয়াল রাখবেন খারাপ চিন্তার মানুষ গুলো যেন হঠাৎ কোন অশুভ বাজ পাখির মত ছোবল দিতে না পারে।আমি আসা করি আপনাদের সঠিক সিধান্তে আমার ভাই মোঃ আলমগীর মৃধা আবারো আপনাদের সেবা করার সুজোক পা্বে ইনশেআল্লাহ।
আমার ভাই আপনাদের মাঝে থেকে বাঁচতে ও থাকতে চায় সুখ দুখের বান্ধব হয়ে। আমার ভাইর প্রতি এতটুকু বিশ্বাস ও আস্তা রাখবেন যে আপনাদের হক আপনাদের কাছেই সঠিক ও নির্ভুল চিন্তার মানুষটা পৌছে দিবে সে বিশ্বাসটুকু রাখবেন।ভাই আমার যে শুধু গ্রামেই নয় আপনাদের পাশে শহর বন্দরেও থাকবে ইনশাআল্লাহ।তাই আমার বড় ভাইর পাশে আপনারা আছেন থাকবেন এবং আমার ভাইয়েরা সবাই আলমগীর মৃধা হয়ে কাজ করবো ইনশেআল্লাহ এ কথা মুঠোফোন বলেন। দ্বিতীয় বারের মুখ মোঃ আলমগীর মৃধা ধ্রুববাণীকে বলেন, ৫ নং ওয়ার্ডবাসী আমাকে ভালোবাসেন, দ্বিতীয় বারের মতো হিসেবে দাবি করেন।
আমি দেখেছি সাধারণ মানুষ যখন একজন ইউপি সদস্যর দ্বারপ্রান্তে ঘিরে একটু সেবা পাওয়ার জন্য আসেন, তখন যদি না পেয়ে ফিরে আসেন তখন আমার অনেক খারাপ লাগে। আমি জানি একজন ইউপি সদস্য এর কাছে সাধারণ খেটে খাওয়া মানুষ কি দাবি করেন। একটু কথাবালার সময় ও সেবা সুখ দুঃখের বান্ধব হিসেবে কাছে পাওয়া তাই আমি মনোনয়ন পত্র হাতে নিয়েছি, আমার গুরুজনদের দাবি রাখার জন্য।
আমি গরিব অসহায় মেহনতী মানুষের মাঝে দ্বিতীয় বারের মতো সেবাবান্ধব হয়ে থাকতে চাই। তিনি আরও বলেন, ১১ নভেম্বর যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তা হলে আমি ১নং ওয়ার্ডবাসীর ব্যালট ভোটের মাধ্যমে জয়যুক্ত হব, ইনশাআল্লাহ। এছাড়াও তিনি বলেন, প্রশাসন ও মিডিয়ার ভাইদেরকে জানাই আমাদের ৫ নং ওয়ার্ডের নির্বাচন সেন্টারের প্রতি সুদৃষ্টি রাখবেন এ আশা ব্যক্ত করে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই।