আজ পটুয়াখালীতে উদ্বোধন হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক, উল্লাসে মেতেছে শিশুরা

- আপডেটের সময় : ১২:১৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ৬৪৭
এইচ এম মোশারেফ হোসেন সুজন, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন তাদের শিশুদের প্রতিভা বিকাশে চিত্ত বিনোদনের জন্য জেলা পরিষদের নির্মিত শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন হতে যাচ্ছে।
১২ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান মোহন।
মন্ত্রী এর আগে সকাল ১০.৩০ মিঃ এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন লোহালিয়া সেতুর নির্মান কাজ পরিদর্শন করবেন বলে নিশ্চিত করেছেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ।
মন্ত্রী বেলা ১১.৩০ মিঃ জেলা শিল্পকলা একাডেমীতে স্থানীয় সুধী সমাবেশে যোগদান শেষে দুপুর ২.৩০ মিঃ এলজিইডি কর্তৃক বাস্তবায়নধীন কলাপাড়া “আন্দারমানিক” ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শন করবেন।
এদিকে শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধনের কথা শুনে জেলা শহরের শিশুরা আনন্দে উল্লাসে মাতোয়ারা।