কলাপাড়ায় বাংলাদেশের খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- আপডেটের সময় : ০৫:৪৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ৬২৪
রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে দৈনিক বাংলাদেশের খবর-এর কলাপাড়া প্রতিনিধি দিদারুল ইসলাম দোলন ঢালীর সভাপতিত্বে ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের পাঠাগার বিষয়ক সম্পাদক আরিফ শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস.কে রঞ্জন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ-সাধারন সম্পাদক রাসেল মোল্লা, কলাপাড়া মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি এইচ.অর মুক্তা, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য ইমন আল আহসান প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যে দিয়ে দৈনিক বাংলাদেশের খবর-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।