কলাপাড়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

- আপডেটের সময় : ০৫:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ৬৮৮
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম’র সাথে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় অফিসার ইনচার্জ কক্ষে আয়োজিত চা-চক্র ও মতবিনিময় সভায় ওসি জসিম আইনশৃঙ্খলার আরও উন্নতির লক্ষ্যে বাল্য বিয়ে, সন্ত্রাস ও মাদক নির্মূলে স্থানীয় সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা চান।
তিনি জনবান্ধব পুলিশ অফিসার হিসেবে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ সাধারণ মানুষ ও এলাকার স্বার্থে আইনশৃঙ্খলা তথা পুলিশকে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এসময় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস.কে রঞ্জন, সিনিয়র সহ-সভাপতি হাজী নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন, সহ-সাধারন সম্পাদক মোঃ রাসেল মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল হক, পাঠাগার সম্পাদক মোঃ আরিফ সিকদার, সদস্য প্রনাব নারায়ণ বিশ্বাস, আহমেদ পাশা তানভীর, ইমন আল আহসান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে তিনি দশমিনা থানা থেকে ২৯ সেপ্টেম্বর কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেন