কুয়াকাটায় নারী কাউন্সিলর পদে উপ-নির্বাচনে রেহেনা বিজয়ী

- আপডেটের সময় : ১২:৫০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ৭৪৭
রিপোর্ট- মাইনুদ্দিন আল আতিক ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন কুয়াকাটা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে পৌরসভার এ ৩টি ওয়ার্ডে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এ ৩টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬’শ ৯৬ জন। এরমধ্যে ১৮’শ ১৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে তিন প্রার্থীর মধ্যে জবাফুল প্রতীকে ৭০১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোসাঃ রেহেনা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসাঃ হাফিজা বেগম অটোরিকশা প্রতীকে ৫৩৭ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুর রশিদ ধ্রুববাণীকে জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী এলাকায় ৩ জন ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জুন সংরক্ষিত নারী কাউন্সিলর মোসাঃ হোসনেয়ারা বেগম করোনাক্রান্ত হয়ে মারা যাওয়ার পর আসনটি শূন্য হওয়ায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।