আটোয়ারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা

- আপডেটের সময় : ০৩:৩১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ৬৪৪
মোঃ সইনুল রহমান আকাশ , পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। আটোয়ারী থানা পুলিশের উদ্যোগে পুজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকালে আটোয়ারী থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং মতবিনিময় সভা আহবানের উদ্দেশ্য ও পুজা কমিটির করনীয় সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজার উদ্দিন। দূর্গাপুজা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রশাসনের পাশাপাশি পুজা উদযাপন কমিটির করনীয় সম্পর্কে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন মতবিনিময় সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হিন্দু,বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ, পঞ্চগড় জেলা কমিটির সভাপতি কল্যাণ কুমার ঘোষ, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। এসময় ওসি বলেন, উপজেলার ২৯টি পুজা মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ইউএনও আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, কোভিড-১৯ এর কারনে প্রতিটি দূর্গামন্ডপে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, সাবান পানি মজুদ রাখতে হবে।তিনি সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে পুজা অর্চনা সহ কেন্দ্রিয় পুজা উদযাপন কমিটির নির্দেশনা অনুসরন করার আহবান জানান।
উক্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা কেন্দ্রিয় পুজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু, শিকটিহারী দূর্গা মন্দিরের সভাপতি সুশিল চন্দ্র বর্মন, বর্ষালুপাড়া দূর্গা মন্দিরের সভাপতি পঙ্কজ রায় ডাবলু, পাল্টাপাড়া দূর্গামন্দিরের সহ-সভাপতি প্রদীপ কুমার বর্মন, মেলানীর রতন বিলাস প্রমুখ।