পটুয়াখালীতে দূর্গা পূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

- আপডেটের সময় : ০৩:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ৬৬৫
মোঃ রুবাইয়াত হক মেহেদী ,পটুয়াখালী সদর উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে এখন প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। করোনা আতঙ্ক থাকলেও আগস্ট ও সেপ্টেম্বর মাসে সংক্রমণ ও মৃত্যুহার কমায় প্রতিমা তৈরির কাজে নেমে পড়েছেন তাঁরা। হিন্দুদের কাছে সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরির জন্য মৃৎশিল্পীদের এখন রঙের কাজ চলছে।
মৃৎ শিল্পীদের (কারিগররা) এখন দম ফেলার সময় নেই। ইতোমধ্যেই প্রতিমার মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপর রঙ ও সাজসজ্জার কাজ। কেউ কেউ মন্দিরের ভেতরে প্রতিমা তৈরি করছে। বৃহস্পতিবার (০৭অক্টোবর)বিকালে পটুয়াখালী পৌরসভার নতুন বাজার আখড়া বাড়ী , পুরান বাজার আখড়া বাড়ী সেন্টারপাড়া হিন্দু সমাজ মন্দির, সবুজ সংঘ মন্দির, নন্দকানাই মন্দির, লাউকাঠী মন্দিরে গিয়ে দেখা গেছে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মূৎশিল্পীরা (কারিগররা)।
আবার অনেকে পূর্বেই বাশ – কাঠ -রশি- কাদা মাটি দিয়ে তৈরি প্রতিমাগুলো দেখতে ভিড় জমাচ্ছেন সনাতন ধর্মের লোকজন। জানা গেছে, সদর উপজেলার সদর রোডস্থ নতুন বাজার আখড়া বাড়ী এবছর দূর্গা পূজা উৎযাপনের ৫০ বছর অতিক্রম করেছে। প্রতিটি সেটে দুর্গাদেবীর সঙ্গে রয়েছে অসুর,সিংহ,মহিষ, গনেশ, স্বরস্বতী,কার্তিক, লক্ষী ও মহাদেব দেবী দুর্গা। এবারে সনাতন ধর্মালবম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে।এর আগে গতকাল ৬ তারিখ মহালয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে পূজোর আমেজ। রাস্তা ও মন্দিরের ভিতরে চলছে আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ।