পটুয়াখালীর আউলিয়াপুর মহিলা মাদরাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন

- আপডেটের সময় : ১০:২৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ৬৫৩
ইশরাত জাহান, পটুয়াখালী জেলা প্রতিনিধি ॥ পটুয়াখালী জেলার সদর উপজেলাধীন ১১ নং আউলিয়াপুর ইউনিয়নের প্রানকেন্দ্র, নারী শিক্ষায় অনন্য ভূমিকা পালনকারী আউলিয়াপুর মহিলা মাদরাসায় ২/১০/২১ ইং তারিখ রোজ শনিবার যহুর নামাজ শেষে মাদরাসা মিলনায়তনে শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সভায় নারী শিক্ষার গুরুত্ব ও ধর্মীয় শিক্ষার মহাত্ম সম্পর্কে বিশেষ আলোচনা পেশ করেন ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা কেন্দ্র আউলিয়াপুর ইসলামিয়া হোসাইনিয়া ময়দান সিনিয়র মাদ্রাসার সনামধন্য মোহতামীম আলহাজ্ব মাওঃআবুল কাসেম সাহেব।
তিনি তার বক্তৃতায় বলেন, নারী শিক্ষা ব্যতীত একটি উন্নত ও সুশিক্ষিত সমাজ কল্পনা করা যায় না। জাতি, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। একজন শিক্ষিত মা গড়তে পারেন একটি উন্নত সমাজ,উন্নত দেশ, উন্নত জাতি।তাই নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে মাদরাসা শিক্ষার বিকল্প নাই।সুতারং আমরা আমাদের মেয়ে, নাতনী,বা কাছের মানুষদেরকে ধর্মীয় শিক্ষা তথা মাদরাসা শিক্ষায় শিক্ষিত করতে সচেষ্ট থাকব।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জনাব আলতাফ হোসেন ভুট্টু শরীফ,উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগন,এবং ছাত্রী অবিভাবক সহ নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ।উক্ত অনুষ্ঠানে ছাত্রীদের ছবক অনুষ্ঠান পরিচালনা করেন হযরত মাওঃ আঃরাজ্জাক সাহেব।ছবক শেষে অত্র মাদরাসার সম্মানিত মোহতামীম আলহাজ্ব মাওঃ ইব্রাহীম সাহেব (পীর সাহেব আউলিয়াপুরী) দেশবাসীর কাছে দোয়া ও সহযোগীতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।