নানান কর্মসূচির মধ্যদিয়ে কুয়াকাটায় বিশ্বপর্যটন দিবস পালিত (ভিডিও)

- আপডেটের সময় : ১২:৫৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ৬৫৮
উপকূলীয় প্রতিনিধি, কুয়াকাটা ॥ ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন’ -এই প্রতিপাদ্য নিয়ে একটি নিরাপদ, টেকসই ও উন্নত পর্যটন কেন্দ্র গড়ার প্রত্যয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় পটুয়াখালী জেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার উদ্যোগে নানান কর্মসূচির মধ্যদিয়ে কুয়াকাটায় বিশ্বপর্যটন দিবস পালিত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটা পর্যটন মোটেল থেকে একটি র্যালি ও শিকদার রিসোর্টের উদ্যোগে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। র্যালিটি বিভিন্ন এলাকা পরিদর্শন করে কুয়াকাটা সৈকতে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখনে পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক, কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র বারেক মোল্লা প্রমুখ।
এতে ট্যুর গাইড, ক্যামেরাম্যান, পর্যটনের সাথে সম্পৃক্ত সকল সংগঠনের বিপুল সংখ্যক সংশ্লিষ্টরা, রাখাইন সম্প্রদায় ও পর্যটকরা অংশগ্রহণ করেন।
এদিকে দিবসটি উপলক্ষ্যে দিনভর নানা আয়োজন সহ বিকেলে পর্যটক ও স্থানীয় রাখাইন জনগোষ্ঠীর যৌথ পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুয়াকাটা পর্যটন সংশ্লিষ্টরা অপার সম্ভাবনার কুয়াকাটা সমুদ্র সৈকতকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারি উদ্যোগগুলোর দ্রুত বাস্তবায়নের দাবি জানান।