পটুয়াখালীতে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকদ্রব্য অধিদপ্তরের মতবিনিময় সভা

- আপডেটের সময় : ০৪:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ৬৩৮
রুবাইয়াত হক মেহেদী, পটুয়াখালী প্রতিনিধিঃ আজ রবিবার সকালে পটুয়াখালীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সকল শিক্ষার্থীদের মাদকের কুফল ও এর প্রতিকার সম্পর্কে সচেতন করা হয়।
অনুষ্ঠানে পটুয়াখালী সরকারি জুবিলী স্কুল এর প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বিশেষ অতিথি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং স্কুলের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের কে একটি করে স্কেল ও জ্যামিতি বক্স বিতরন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে থেকে সোহানুর রহমান বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থী সাইফ মাহমুদ রাতুল বলেন, এটা আসলেই একটি যুগোপযোগী উপায়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে ভালো একটি উদ্যোগ এটি।