কুয়াকাটায় ছিন্নমূল ব্যবসায়ীদের স্থায়ী মার্কেটের জন্য মানববন্ধন

- আপডেটের সময় : ০১:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ৭০৭
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত বেরিবাঁধের পাশে ছিন্নমূল ব্যবসায়ীদের স্থায়ী মার্কেট বরাদ্দের জন্য মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (১৮ জুন) সকাল ১১টায় কুয়াকাটা চৌরাস্তায় শতাধিক ক্ষতিগ্রস্ত ছিন্নমূল ব্যবসায়ীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কুয়াকাটা শুটকি মার্কেট, কুয়াকাটা ফিস ফ্রাই মার্কেট, কুয়াকাটা স্ট্রিট ফুড ভেন্ডার সহ বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত মার্কেটের ব্যবসায়ীরা।
মানববন্ধনে উপস্থিত আন্ধারমানিক ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক কেএম বাচ্চু বলেন, ‘প্রতিটি ঘূর্ণিঝড়ে আমরা ক্ষতিগ্রস্ত হই, গত ইয়াসে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমরা আমাদের ছোট্ট দোকানগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার ভয়ে বেরিবাঁধের পাশে রেখে দেই। কিন্তু তাও এখন রাখতে পারছি না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটুকুই চাই- আমাদের একটি স্থায়ী মার্কেটের ব্যবস্থা করে দিন। পর্যটকদের সেবা করে আমরা দু’মুঠো খাবারের ব্যবস্থা করি।’
মানববন্ধনে কুয়াকাটা শুটকি মার্কেট সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ বলেন, ‘আমাদের শুঁটকি মার্কেটে ৩০টির উপরে দোকান ছিল। ঘূর্ণিঝড় ইয়াসে ২৭ টি দোকান বিলীন হয়ে গেছে। এখন আমাদের পুরো মার্কেটের ব্যবসায়ীরা মানবেতর জীবন কাটাচ্ছি, এখন আমাদের একটি স্থায়ী মার্কেটের ব্যবস্থা করে দেয়া হোক।’
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন কুয়াকাটা শুঁটকি মার্কেট সমবায় সমিতির সভাপতি আব্বাস কাজী। তিনি বলেন, ‘আমরা দেশের দক্ষিণে থাকি। যত প্রাকৃতিক দূর্যোগ, সবকিছুই আমাদেরকে সবার আগে আঘাতহানে, আমরা ছোট ব্যবসা করে খাই, আজ তাও বিলীন হয়ে গেল। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একথাটুকু পৌঁছানোর অনুরোধ করছি, আমাদেরকে বাচারমত ব্যবস্থা করে দিন।’