মহিপুরে গুড নেইবারস-এর উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

- আপডেটের সময় : ০৭:১৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৩৯
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ ‘ডিজিটাল যুগে, সাক্ষরতার প্রসার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপির উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস। প্রধান অতিথি ছিলেন মহিপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক। এছাড়াও বক্তব্য রাখেন হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম ফ্যাসিলিটেটর দীনা রিছিল।
প্রধান অতিথি মো. ইব্রাহিম খান বলেন, ‘ডিজিটাল যুগে টিকে থাকতে হলে সবাইকে শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। শুধু সাক্ষর হওয়াই নয়, প্রযুক্তি জ্ঞানেও দক্ষ হতে হবে।’
বিশেষ অতিথি মাইনুদ্দিন আল আতিক বলেন, ‘সাক্ষরতা শুধু পড়া-লেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সচেতন নাগরিক গড়ে তোলে। সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি হলো শিক্ষা।’
সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস বলেন, ‘শিক্ষা মানুষের মৌলিক অধিকার। জীবনব্যাপী শিক্ষার প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে। একজন শিক্ষিত মানুষ শুধু নিজের পরিবার নয়, পুরো সমাজকে এগিয়ে নিতে পারে। এজন্য সরকারি উদ্যোগ ও নীতিমালার পাশাপাশি সামাজিক উদ্যোগও জরুরি। গুড নেইবারস বাংলাদেশ সর্বদা এ ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে বক্তারা সাক্ষরতার তাৎপর্য, প্রাপ্তবয়স্কদের শিক্ষা ও জীবনব্যাপী শিক্ষার গুরুত্বের পাশাপাশি সাক্ষরতা উন্নয়নে সরকারি বিভিন্ন উদ্যোগ ও নীতিমালার প্রসঙ্গ তুলে ধরেন।
প্রসঙ্গত, প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়।