কলাপাড়ায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক কমিটি অনুমোদন

- আপডেটের সময় : ০৮:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / ৫৯২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৪ জুন সংগঠনের পটুয়াখালী জেলা শাখার সভাপতি এস. এম. সফিক এলাহী চৌধুরী (তুহিন) এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ স্বপনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক এবং মো. সালাউদ্দিন জোমাদ্দারকে ১নং যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির সদস্য সচিব হয়েছেন কে. এম. রফিকুল ইসলাম। ১নং সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদুল ইসলাম জাহিদ।
কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন:
অ্যাডভোকেট কায়েদে আজম মৃধা, মাসুম বিল্লাহ, মো. আবুল কালাম, এস. এম. আলমগীর হোসেন, মোসা. জুলেখা আক্তার, মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. মিজানুর রহমান, মো. সুমন তালুকদার, মোসা. মাহমুদা বেগম, মো. মোস্তাফিজুর রহমান, মো. মেহেদী হাসান, মো. তুষার মীর, মো. রুবেল দেওয়ান, মো. আলিফ গাজী, মো. সায়েম সোহাগ, মো. শাহ জালাল সাগর মীর এবং গাজী মো. শামিম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
ফেরদাউস মাতুব্বর, মো. তৌহিদ, মো. আমির তালুকদার, মো. মেহেদী হাসান, মো. আরিফ, মো. জাহিদুল ইসলাম, জাকির হোসেন কিশোর, মো. মহিউদ্দিন তালুকদার, মো. ইছা গাজী, মো. বেল্লাল শরীফ, মো. রাহাত খান, জাবের তালুকদার, মো. লিমন আরমান, মো. নাইম এবং আল ইমরান চৌধুরী।
নবনির্বাচিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে আমরা সংগঠনগতভাবে কাজ করে যাব।’