আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা ও তাঁর সঙ্গীদের সন্ধান চেয়ে কলাপাড়ায় মানববন্ধন

- আপডেটের সময় : ১০:৫২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ৭০৫
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজ আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তাঁর সঙ্গীদের সন্ধান চেয়ে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (১৮ জুন) সকাল ১১ টার দিকে কলাপাড়ার সর্বস্তরের জনগণের ব্যানারে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ত্বহার শুভাকাঙ্ক্ষী, ভক্তবৃন্দসহ কলাপাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, তরুণ ও মেধাবী ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তার সফরসঙ্গী আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ নিখোঁজ রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
এতে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ন কবির, ঢাকা তিতুমীর কলেজের শিক্ষার্থী মোঃ তন্ময় ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের শিক্ষার্থী মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
তারা আরও বলেন, পুলিশ চাইলেই সবকিছু সম্ভব হয়, কিন্তু নিখোঁজ আবু ত্ব-হা আদনানদের বেলায় তা হচ্ছে না কেন? এ দেশের নাগরিক হিসেবে নিখোঁজদের সন্ধান চেয়ে দাবি জানানোর অধিকার আমাদের রয়েছে। কিন্তু ৭ দিনেও তাদের সন্ধান না কেন পাওয়া যাচ্ছে না?
দ্রুত ত্ব-হা ও অন্যদের সন্ধান পাওয়া না গেলে গণআন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন বিক্ষুব্ধ ছাত্রজনতা। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন ও সকল যৌক্তিক দাবিতে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান এই তরুণ বক্তারা।