মিরসরাইয়ে বাসদের বিক্ষোভ ও রোড মার্চ

নিউজ রুম
- আপডেটের সময় : ০৩:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ৫৬৭
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে “মা মাটি মোহনা বিদেশিদের দেবনা”—এমন স্লোগানে বিক্ষোভ ও রোড মার্চ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টায় বারইয়ারহাট পৌর বাজারের মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর একটি জাতীয় সম্পদ। এটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হলে দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ হুমকির মুখে পড়বে। তারা অভিযোগ করেন, সরকার উন্নয়নের নামে বিদেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে, যা দেশবিরোধী।
বক্তারা সরকারের প্রতি এ বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং দেশের জনগণের স্বার্থ রক্ষায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক উন্নয়ন নীতির দাবি জানান। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।