ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৪:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / ৭২৭

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিক তারেক মৃধার (২৫) বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী (২০)।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন তিনি। তরুণীর অভিযোগ, তার অবস্থান নেওয়ার পর তারেকের মা তাকে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেন এবং ঘর তালাবদ্ধ করে অন্যত্র চলে যান। পরে তিনি আবারও ওই বাড়িতে ফিরে অবস্থান নেন।

ভুক্তভোগী ওই তরুণী জানান, দেড় বছর আগে বৈশাখী মেলায় কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকার ওই তরুণীর সঙ্গে তারেকের পরিচয় হয়। এরপর মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারেক তাকে কুয়াকাটাসহ বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যান এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক শারীরিক সম্পর্ক করেন। কিন্তু কিছুদিন আগে বিষয়টি জানাজানি হলে তারেক সম্পর্ক অস্বীকার করে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তারেক তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন ওই তরুণী।

ঘটনার বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তারেকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার পিতা ফারুক মৃধা বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা।’

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।’



নিউজটি শেয়ার করুন



কলাপাড়ায় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

আপডেটের সময় : ০৪:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিক তারেক মৃধার (২৫) বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী (২০)।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন তিনি। তরুণীর অভিযোগ, তার অবস্থান নেওয়ার পর তারেকের মা তাকে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেন এবং ঘর তালাবদ্ধ করে অন্যত্র চলে যান। পরে তিনি আবারও ওই বাড়িতে ফিরে অবস্থান নেন।

ভুক্তভোগী ওই তরুণী জানান, দেড় বছর আগে বৈশাখী মেলায় কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকার ওই তরুণীর সঙ্গে তারেকের পরিচয় হয়। এরপর মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারেক তাকে কুয়াকাটাসহ বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যান এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক শারীরিক সম্পর্ক করেন। কিন্তু কিছুদিন আগে বিষয়টি জানাজানি হলে তারেক সম্পর্ক অস্বীকার করে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তারেক তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন ওই তরুণী।

ঘটনার বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তারেকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার পিতা ফারুক মৃধা বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা।’

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।’